যদি মন খারাপ হয়ে যায় অকারনেই ,
হঠাৎ যদি ছুয়ে যায় খেয়ালি বাতাস,
তবে জেনো চুপি চুপি সে বলছে আমার কথাই।
যদি কারও দেওয়া কষ্ট তোমাকে খুব কাদায়-
তবে জেনো ভালবাসার স্পর্শছায়ায়
পাশেই আছি তোমার সব সময়।
যদি কখনো নিজেকে খুব একাকী মনে হয়
ঐ নীল জোছনার মত,
তাহলে দেখবে ভালবাসা নিয়ে দাঁড়িয়ে আছি
আমি তোমার পথে ।
হঠাৎ যদি ছুয়ে যায় খেয়ালি বাতাস,
তবে জেনো চুপি চুপি সে বলছে আমার কথাই।
যদি কারও দেওয়া কষ্ট তোমাকে খুব কাদায়-
তবে জেনো ভালবাসার স্পর্শছায়ায়
পাশেই আছি তোমার সব সময়।
যদি কখনো নিজেকে খুব একাকী মনে হয়
ঐ নীল জোছনার মত,
তাহলে দেখবে ভালবাসা নিয়ে দাঁড়িয়ে আছি
আমি তোমার পথে ।
[[Younis rahman]]
ভাল
ReplyDelete