একটা বড় পুকুরে এক ফোঁটা পানি ফেললে তার অস্তিত্ব
খুঁজে পাওয়া যায় না। কিন্তু সেই এক ফোঁটা পানিই
যদি পুকুরে ফুটে থাকা শাপলা বা পদ্ম ফুলের পাতায়
থাকে তবে তা মুক্তার মতো জ্বল জ্বল করে।
আমরা সবাই প্রতিভাবান,শুধু নিজের প্রতিভাকে উপযুক্ত
যায়গায় প্রস্ফুটিত করতে জানতে হবে।
[[Younis you]]
No comments:
Post a Comment