পৃথিবীর কাছে আর কোন দাবি নাই,
মুছে হ্রদয়ের আকা যতো ছবি।
আমার চলার পথ থাক না ঢাকা,
সাথর্পর এ পৃথিবীর সনকীর্ণ বুকে আজ আমি একা, বড় একা।
নেই আমার আর কোনো সপ্ন আশা, সবকিছু ঢেকেছে আজ শুধুই হতাশা।
কালো কেশের দু' অঞ্চলের মধ্যে নাকে নলকসহ তোমার সুন্দর রুপ দেখার একটা দারুণ বাসনা আমার।
সাহজ করছি এই বলে,,যেহেতু
পৃথিবী গোল তাই একদিন না
একদিন অবশ্যই তোমার দেখা পাবো।
মুছে হ্রদয়ের আকা যতো ছবি।
আমার চলার পথ থাক না ঢাকা,
সাথর্পর এ পৃথিবীর সনকীর্ণ বুকে আজ আমি একা, বড় একা।
নেই আমার আর কোনো সপ্ন আশা, সবকিছু ঢেকেছে আজ শুধুই হতাশা।
কালো কেশের দু' অঞ্চলের মধ্যে নাকে নলকসহ তোমার সুন্দর রুপ দেখার একটা দারুণ বাসনা আমার।
সাহজ করছি এই বলে,,যেহেতু
পৃথিবী গোল তাই একদিন না
একদিন অবশ্যই তোমার দেখা পাবো।
[[Younis you]]
No comments:
Post a Comment