হঠাৎ হঠাৎ চোখে পানি চলে আসে,
খুব চেষ্টা করি পানিটাকে আটকাতে
প্রচণ্ড ভাবে চোখ দুটোকে চেপে রাখি
ব্যাথা হয়ে যায়,
কিন্তু এটা আমার ভালোবাসার চোখের পানি,
তোমার চলে যাওয়ার কষ্টের পানি
কিছুতেই বাঁধ মানতে চায় না,
ঠিক ই বের হয়ে যায়
বড়ই ভালোবাসি তোমাকে।
[[Younis you]]
No comments:
Post a Comment