Wednesday, 10 July 2013

জীবন মানেই সুখের স্মৃতি


জীবন মানেই সুখের স্মৃতি বয়ে বেড়ানো।
বেঁচে থাকা মানেই দুঃখের সাথে সহবাস করা।
অবিমিশ্র সুখ মানুষের ভাগ্যে কখনই লেখা হয় না।
সুখ বাঁচিয়ে রাখতে সবচেয়ে বেশি অস্বস্তি অনুভব করে মানুষ।
যে কোনো ছলছুতোয় সে দুঃখকে ডেকে নিয়ে আসে। 
সুখের চেয়ে দুঃখের সাথে বাস করতে মানুষ বড় আরাম বোধ করে। 


[[Younis you]]

No comments:

Post a Comment