Wednesday, 10 July 2013

জীবনটা খুব ছোট


জীবনটা খুব ছোট, ক্ষণস্থায়ী জীবনের বাঁকে বাঁকে অনেক বাধা-বিপত্তি আসে, সেগুলো অতিক্রম করে সামনে চলতে হয়। হয়তো তোমার আমার পথ এক ছিলনা, হয়তো কিছুটা দেরীতে হলে ও আমরা বুঝতে পেরেছি, কারণ একজন দিন, আরেকজন রাত। তবুও তুমি আমায় অনেক হাসানোর চেষ্টা করেছো, সাপোর্ট করেছো মানসিকভাবে যখন আমার খারাপ দিন চলছিল। হয়তো তুমি যেমনটা চেয়েছিলে হতে পারিনি তেমনটা, তবে তোমার কথাটা আমার মনে থাকবে। আমি পরিবর্তন হবই, যেমনটি হলে একটি সুস্থ সুন্দর জীবন যাপন করা যায়। তোমার কাছে আমার অনুরোধ, তুমি তোমার নিজের খেয়াল রাখবে,ভালো করে পড়াশুনা করো এবং চাকরির জন্য নিজেকে প্রস্তুত করো। মন খারাপ করোনা ,এতে কষ্ট বৈ কিছু পাবেনা। যদি পথ চলার পথে কোন প্রান্তরে দেখা হয়ে যায় আচমকা, যদি কথা নাও বলো, কিন্তু এইটুকু জিজ্ঞেস করিও কেমন আছো তুমি?ভালো থেকো


[[Younis you]]

No comments:

Post a Comment