Wednesday, 10 July 2013

আমার কান্নার মাঝে শুধু


আমার কান্নার মাঝে শুধু চোখের জলটাই দেখেছ,
বাধ ভাঙ্গা আবেগ দেখনি ।
আমার হাসির মাঝে শুধু সুখটাই দেখেছ,
আড়ালে থাকা কষ্টটা খোজনি ।
আমার রাগের মাঝে শুধু
অভিমানটাই দেখেছ,
হৃদয় ছোঁয়া ভালোবাসাটা বুঝোনি !
আমার কান্নার মাঝে শুধু চোখের জলটাই দেখেছ,
বাধ ভাঙ্গা আবেগ দেখনি ।
আমার হাসির মাঝে শুধু সুখটাই দেখেছ,
আড়ালে থাকা কষ্টটা খোজনি ।
আমার রাগের মাঝে শুধু
অভিমানটাই দেখেছ,
হৃদয় ছোঁয়া ভালোবাসাটা বুঝোনি !


[[Younis you]]

No comments:

Post a Comment