এইতো কাছে বসে দুজন
তবুও মনে শত ব্যবধান
জানিনা তুমি কোন অভিযোগে
করেছ শত অভিমান
এই চোঁখেতে তুমি চোঁখ রেখ
বুঝে নিও ভালবাসি কত
যত দূরে তুমি যাবে
ফিরে আমাকেই পাবে
নয় আলোতে সেই আধারে
খুজে দেখ সাগর পাড়ে।
এই বৃষ্টি ভেজা দিন
এখন যে মলিন
তোমার ছোয়ায় ছিল
ভাবনা সীমাহীন
কখনো আবেগে যদি
জড়াও এই আমায়
তুমি যেন রেখ আবার
ফিরে পাব সেই দিন।
এই রাতের আধার
শুধু তোমার আমার
এই জোছনা ভরা রাত
শুধু ভালবাসার।
যত দূরে তুমি যাবে
ফিরে আমাকেই পাবে
নয় আলোতে সেই আধারে
খুজে দেখ সাগর পাড়ে।
তবুও মনে শত ব্যবধান
জানিনা তুমি কোন অভিযোগে
করেছ শত অভিমান
এই চোঁখেতে তুমি চোঁখ রেখ
বুঝে নিও ভালবাসি কত
যত দূরে তুমি যাবে
ফিরে আমাকেই পাবে
নয় আলোতে সেই আধারে
খুজে দেখ সাগর পাড়ে।
এই বৃষ্টি ভেজা দিন
এখন যে মলিন
তোমার ছোয়ায় ছিল
ভাবনা সীমাহীন
কখনো আবেগে যদি
জড়াও এই আমায়
তুমি যেন রেখ আবার
ফিরে পাব সেই দিন।
এই রাতের আধার
শুধু তোমার আমার
এই জোছনা ভরা রাত
শুধু ভালবাসার।
যত দূরে তুমি যাবে
ফিরে আমাকেই পাবে
নয় আলোতে সেই আধারে
খুজে দেখ সাগর পাড়ে।
[[Younis you]]
No comments:
Post a Comment