"অসম্পূর্ণা"
অসম্পূর্ণা কেন তুমি সম্পূর্ণ হলে না
ব্রতের শিকল ছিড়ে কেন বের হলে না ।
দিব্যি তো আছো কষ্টের নেশায় মাতাল অবিরত
কষ্ট পাবে বলেই কি জন্ম হয়েছিল ধরনীতে তোমার ।
ব্যর্থ তুমি ব্যর্থ তোমার জীবন
সাথে ব্যর্থ কষ্টের মায়া শিকল ।
ম্রিয়মাণ স্রোতস্বিনীর মত কর হা হুতাশ
বজ্রের ন্যায় হয় শব্দ শুনে শুধু আমার এজলাস ।
দৃঢ়তার রুঢ় মূর্তি তুমি কোণে থাকো বসে
ঝড়ের বেগে বইছে বাতাস পিশি মনিতে ।
এই বুঝি বাঁধ নামলো বলে দিল এক ডাক
সাথে সাথে অসম্পূর্ণার আঁখি দিল হাঁক ।
জোনাকির রঙ্গে রঙ্গিত প্রকৃতি দেখছে কারোর হাঁক
সেই শোকেতে তারারা দেখা দিবেনা আজ ।
মাটির মত পিপাশু জিনিস আর নাইত কেউ
কি সুন্দর করে খাচ্ছে অম্বুধির লবণাক্ত ঢেউ ।
বহমান ঝর্ণাধারা বয়ে হল সুবিশাল গর্ত
নিউটনের আপেল তত্ত্ব আজ হল অশ্রু তত্ত্ব ।
বীরঙ্গনা নও তুমি , হতে পারবেনা তেরেসা
তোমার মত পারবেনা হতে কেউ জানে রেনেসাঁ ।
কষ্ট করে বাইও না আর সুখকষ্টের নদী
এই নদী তে কেউ নেই আছে শুধু আমি আর তুমি ।
থামাও তোমার রোষানল সাথে নিয়ে কষ্ট
বারবার দেখে তোমায় হই পথভ্রষ্ট ।
পাড়ি দিবে ছোট্ট চাড় সম্বল হল হাত
হাত থাকবে তোমায় ধরে আজিবন চিরকাল ।
অসম্পূর্ণা কেন তুমি সম্পূর্ণ হলে না
ব্রতের শিকল ছিড়ে কেন বের হলে না ।
দিব্যি তো আছো কষ্টের নেশায় মাতাল অবিরত
কষ্ট পাবে বলেই কি জন্ম হয়েছিল ধরনীতে তোমার ।
ব্যর্থ তুমি ব্যর্থ তোমার জীবন
সাথে ব্যর্থ কষ্টের মায়া শিকল ।
ম্রিয়মাণ স্রোতস্বিনীর মত কর হা হুতাশ
বজ্রের ন্যায় হয় শব্দ শুনে শুধু আমার এজলাস ।
দৃঢ়তার রুঢ় মূর্তি তুমি কোণে থাকো বসে
ঝড়ের বেগে বইছে বাতাস পিশি মনিতে ।
এই বুঝি বাঁধ নামলো বলে দিল এক ডাক
সাথে সাথে অসম্পূর্ণার আঁখি দিল হাঁক ।
জোনাকির রঙ্গে রঙ্গিত প্রকৃতি দেখছে কারোর হাঁক
সেই শোকেতে তারারা দেখা দিবেনা আজ ।
মাটির মত পিপাশু জিনিস আর নাইত কেউ
কি সুন্দর করে খাচ্ছে অম্বুধির লবণাক্ত ঢেউ ।
বহমান ঝর্ণাধারা বয়ে হল সুবিশাল গর্ত
নিউটনের আপেল তত্ত্ব আজ হল অশ্রু তত্ত্ব ।
বীরঙ্গনা নও তুমি , হতে পারবেনা তেরেসা
তোমার মত পারবেনা হতে কেউ জানে রেনেসাঁ ।
কষ্ট করে বাইও না আর সুখকষ্টের নদী
এই নদী তে কেউ নেই আছে শুধু আমি আর তুমি ।
থামাও তোমার রোষানল সাথে নিয়ে কষ্ট
বারবার দেখে তোমায় হই পথভ্রষ্ট ।
পাড়ি দিবে ছোট্ট চাড় সম্বল হল হাত
হাত থাকবে তোমায় ধরে আজিবন চিরকাল ।
[[Younis you]]
No comments:
Post a Comment