Wednesday, 10 July 2013

ঝড়ো বাতাসের মত ছুঁয়ে যাও


ঝড়ো বাতাসের মত ছুঁয়ে যাও
কানে কানে কত কথা বলে যাও
এক হাসিতে স্বর্গ দেখাও
সব কষ্ট তুমি ভুলিয়ে দাও
মুখে না বলে চোখে বলে দাও
আমার সব কথা বুঝে নাও
মুগ্ধ এ মন ভাবে সারাক্ষণ
তুমি কতটা অসাধারণ।


[[Younis you]]

No comments:

Post a Comment