Wednesday, 10 July 2013

চলে গেছো, বাঁধা দেই নি


চলে গেছো, বাঁধা দেই নি।
ভালবাসনি, জোর করিনি।
অনেক মনে পড়ে, খোঁজ করিনি।
অনেক দেখতে ইচ্ছে হয়,
সামনে যাইনি।
মন থেকে বলছি,
শুধু তুমি সুখে থাকবে বলে।
শুধুই তুমি সুখে থাকবে বলে।
 



[[Younis you]]

No comments:

Post a Comment