যদি বৃষ্টির জল চোখ ছুয়ে যায় ভেবনা আমি কাঁদছি
ফিরে আসবেনা জেনেও মিথ্যে আশায় বুক বাঁধছি!
হতে পারে কান্না অথবা শুধুই বৃষ্টি জল
হয়ত সেটা মনের হাজার অনুভুতির যোগফল!
কে বা দেখে মনের ব্যাথা আর কে ই বা শোনে কথা
হাজার কথা গুমরে ফেরে শুধুই নীরবতা!
[[Younis you]]
No comments:
Post a Comment