Wednesday, 10 July 2013

যদি বৃষ্টির জল চোখ ছুয়ে যায়


যদি বৃষ্টির জল চোখ ছুয়ে যায় ভেবনা আমি কাঁদছি
ফিরে আসবেনা জেনেও মিথ্যে আশায় বুক বাঁধছি!
হতে পারে কান্না অথবা শুধুই বৃষ্টি জল
হয়ত সেটা মনের হাজার অনুভুতির যোগফল!
কে বা দেখে মনের ব্যাথা আর কে ই বা শোনে কথা
হাজার কথা গুমরে ফেরে শুধুই নীরবতা!
 



[[Younis you]]

No comments:

Post a Comment