Wednesday, 10 July 2013

বরষার প্রথম দিনে


বরষার প্রথম দিনে
___ হুমায়ূন আহমেদ

বরষার প্রথম দিনে
ঘন কালো মেঘ দেখে,
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়,
সেদিন তাহার সাথে কর পরিচয়,
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।।

জীবনের সব ভুল,
যদি ফুল হয়ে যায়।।

যদি কোন দিন আসে জোছনার আঁচলে ঢাকা, মধুর সময়।

তখন কাছে এসো,
তাহাকে ভালোবেসো,
সেদিন তাহার সাথে কর পরিচয়,
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।

জীবনের সব কালো,
যদি আলো হয়ে যায়।

দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়।

তখন কাছে এসো,
তাহাকে ভালোবেসো,
ছায়াময়ী কারো সাথে করো পরিচয়।
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।
 


[[Younis you]]

No comments:

Post a Comment