আমি তোমাকে ভালবাসি
তবে আমি ভালবাসা প্রকাশ করতে পারিনা,
আমি রোজ রোজ তোমার সাথে কথা বলতে পারিনা,
আমি সারা দিনে কখনও একবার ও তোমার খোঁজ নিতে পারিনা,
আবার হাত কেটে ফেসবুকে ফটো তুলে দিতে পারিনা,
কখনও কখনও সারাদিনে একবারো ভালবাসি বলিনা,
তবে তোমার কি মনে হয়?
আমি ভালবাসতে পারিনা?
হয়ত তুমি যেমন চাও তেমন করে ভালবাসতে পারিনা
তবে অকারনে তোমার সাথে ঝগড়া করতে পারি,
আমার দোষ গুলো তোমার উপর চাপিয়ে
অকারনে তোমার কানের কাছে চেঁচীয়ে রাগাতে পারি,
অনেক রাগ হয়ে গেলে রাগ ভাঙ্গাতে পারি,
যদি না মানো তাহলে আমিও ও মিছি মিছি অভিমান করতে পারি,
এই আমি এবং আমার ভালোবাসা এমনি
তবে আমি ভালবাসা প্রকাশ করতে পারিনা,
আমি রোজ রোজ তোমার সাথে কথা বলতে পারিনা,
আমি সারা দিনে কখনও একবার ও তোমার খোঁজ নিতে পারিনা,
আবার হাত কেটে ফেসবুকে ফটো তুলে দিতে পারিনা,
কখনও কখনও সারাদিনে একবারো ভালবাসি বলিনা,
তবে তোমার কি মনে হয়?
আমি ভালবাসতে পারিনা?
হয়ত তুমি যেমন চাও তেমন করে ভালবাসতে পারিনা
তবে অকারনে তোমার সাথে ঝগড়া করতে পারি,
আমার দোষ গুলো তোমার উপর চাপিয়ে
অকারনে তোমার কানের কাছে চেঁচীয়ে রাগাতে পারি,
অনেক রাগ হয়ে গেলে রাগ ভাঙ্গাতে পারি,
যদি না মানো তাহলে আমিও ও মিছি মিছি অভিমান করতে পারি,
এই আমি এবং আমার ভালোবাসা এমনি
[[Younis you]]
No comments:
Post a Comment