Wednesday, 10 July 2013

তুমি কী জানো, পাখি কেন ডাকে?


তুমি কী জানো, পাখি কেন ডাকে?
তোমার ঘুম ভাঙবে বলে।
তুমি কী জানো, ফুল কেন ফুটে?
তুমি দেখবে বলে।
তুমি কী জানো, আকাশ কেন কাঁদে?
তোমার মন খারাপ বলে।


[[Younis you]]

No comments:

Post a Comment