Wednesday, 10 July 2013

ভালোবাসার মানুষটাঁকে


ভালোবাসার মানুষটাঁকে নাকি না দেখে থাকা যায় না? 
মানুষ টাঁকে নাকি ভুলে থাকা যায় না? 
সত্যি কি তাই? ভুল,দেখবেন এক সময় ছিল আপনি
অনেক অপেক্ষা করতেন আপনার সেই প্রিয় মানুষটির জন্য,
কিন্তু সে অপেক্ষাটা যে কত টা কষ্টের ছিল কোন দিন সে বুঝে নি,
সামনে আসলে ওঁর ভালো থাকা দেখে ভালো লাগতো, কিন্তু যখন
অপেক্ষার সময় টা দিন দিন বাড়তে থাকল, যখন অপেক্ষার পর ও সে ফিরে আসলো না তখন খুব কষ্ট পাবেন হয়ত একা একা কেঁদে মনটা কে হাল্কা করতে চাইবেন, একদিন দুদিন এভাবে অপেক্ষা কষ্ট আর কান্না যখন ফুরিয়ে যাবে দেখবেন তখন আপনার সব কিছু এমনিতেই হাল্কা হয়ে যাবে,মুছে যাবে সেই ভালোবাসা,লাগবে না আর বুকে পাথরচাপা কষ্ট, করবে না আর আমার মন কারো সাথে অভিমান,যা করবে সেটা হচ্ছে অনেক দূরে হারিয়ে যাওয়া,
কারন আমার হারিয়ে যাওয়াতে কারো মুক্তি,কারো সুখ,আর আমার অনুভুতির মৃত্যু,ভাললাগা আর ভালোবাসার সমাধি, এই টুকু বলব কারো ভালোবাসার মানুষকে কেউ অপেক্ষায় রেখে অন্য কারো জীবনে জড়িয়ে তার অনুভুতির কবর দিবেন না,এই কষ্ট অনেক বেশী,হৃদয়ে আঘাত করে খুব। নষ্ট করে বিশ্বাসের মত অতি মূল্যবান মনুষ্যত্ব,কারন সে আমায় আমার অতিরিক্ত ভাললাগাকে ঘৃণার বিষ ঢেলে দিয়ে গেছে,দিয়ে গেছে বিশ্বাসের ঘর টা গুঁড়িয়ে। ভালো থাকুন এই কামনা সব ভালোবাসা বাসি মানুষ গুলোর জন্য। 


[[Younis you]]

No comments:

Post a Comment