Wednesday, 10 July 2013
আমি তোমাকে ভালবাসি
আমি তোমাকে ভালবাসি
তবে আমি ভালবাসা প্রকাশ করতে পারিনা,
আমি রোজ রোজ তোমার সাথে কথা বলতে পারিনা,
আমি সারা দিনে কখনও একবার ও তোমার খোঁজ নিতে পারিনা,
আবার হাত কেটে ফেসবুকে ফটো তুলে দিতে পারিনা,
কখনও কখনও সারাদিনে একবারো ভালবাসি বলিনা,
তবে তোমার কি মনে হয়?
আমি ভালবাসতে পারিনা?
হয়ত তুমি যেমন চাও তেমন করে ভালবাসতে পারিনা
তবে অকারনে তোমার সাথে ঝগড়া করতে পারি,
আমার দোষ গুলো তোমার উপর চাপিয়ে
অকারনে তোমার কানের কাছে চেঁচীয়ে রাগাতে পারি,
অনেক রাগ হয়ে গেলে রাগ ভাঙ্গাতে পারি,
যদি না মানো তাহলে আমিও ও মিছি মিছি অভিমান করতে পারি,
এই আমি এবং আমার ভালোবাসা এমনি
তবে আমি ভালবাসা প্রকাশ করতে পারিনা,
আমি রোজ রোজ তোমার সাথে কথা বলতে পারিনা,
আমি সারা দিনে কখনও একবার ও তোমার খোঁজ নিতে পারিনা,
আবার হাত কেটে ফেসবুকে ফটো তুলে দিতে পারিনা,
কখনও কখনও সারাদিনে একবারো ভালবাসি বলিনা,
তবে তোমার কি মনে হয়?
আমি ভালবাসতে পারিনা?
হয়ত তুমি যেমন চাও তেমন করে ভালবাসতে পারিনা
তবে অকারনে তোমার সাথে ঝগড়া করতে পারি,
আমার দোষ গুলো তোমার উপর চাপিয়ে
অকারনে তোমার কানের কাছে চেঁচীয়ে রাগাতে পারি,
অনেক রাগ হয়ে গেলে রাগ ভাঙ্গাতে পারি,
যদি না মানো তাহলে আমিও ও মিছি মিছি অভিমান করতে পারি,
এই আমি এবং আমার ভালোবাসা এমনি
[[Younis you]]
যদি মন খারাপ হয়ে যায়
যদি মন খারাপ হয়ে যায় অকারনেই ,
হঠাৎ যদি ছুয়ে যায় খেয়ালি বাতাস,
তবে জেনো চুপি চুপি সে বলছে আমার কথাই।
যদি কারও দেওয়া কষ্ট তোমাকে খুব কাদায়-
তবে জেনো ভালবাসার স্পর্শছায়ায়
পাশেই আছি তোমার সব সময়।
যদি কখনো নিজেকে খুব একাকী মনে হয়
ঐ নীল জোছনার মত,
তাহলে দেখবে ভালবাসা নিয়ে দাঁড়িয়ে আছি
আমি তোমার পথে ।
হঠাৎ যদি ছুয়ে যায় খেয়ালি বাতাস,
তবে জেনো চুপি চুপি সে বলছে আমার কথাই।
যদি কারও দেওয়া কষ্ট তোমাকে খুব কাদায়-
তবে জেনো ভালবাসার স্পর্শছায়ায়
পাশেই আছি তোমার সব সময়।
যদি কখনো নিজেকে খুব একাকী মনে হয়
ঐ নীল জোছনার মত,
তাহলে দেখবে ভালবাসা নিয়ে দাঁড়িয়ে আছি
আমি তোমার পথে ।
[[Younis rahman]]
আমার কান্নার মাঝে শুধু
আমার কান্নার মাঝে শুধু চোখের জলটাই দেখেছ,
বাধ ভাঙ্গা আবেগ দেখনি ।
আমার হাসির মাঝে শুধু সুখটাই দেখেছ,
আড়ালে থাকা কষ্টটা খোজনি ।
আমার রাগের মাঝে শুধু
অভিমানটাই দেখেছ,
হৃদয় ছোঁয়া ভালোবাসাটা বুঝোনি !
আমার কান্নার মাঝে শুধু চোখের জলটাই দেখেছ,
বাধ ভাঙ্গা আবেগ দেখনি ।
আমার হাসির মাঝে শুধু সুখটাই দেখেছ,
আড়ালে থাকা কষ্টটা খোজনি ।
আমার রাগের মাঝে শুধু
অভিমানটাই দেখেছ,
হৃদয় ছোঁয়া ভালোবাসাটা বুঝোনি !
বাধ ভাঙ্গা আবেগ দেখনি ।
আমার হাসির মাঝে শুধু সুখটাই দেখেছ,
আড়ালে থাকা কষ্টটা খোজনি ।
আমার রাগের মাঝে শুধু
অভিমানটাই দেখেছ,
হৃদয় ছোঁয়া ভালোবাসাটা বুঝোনি !
আমার কান্নার মাঝে শুধু চোখের জলটাই দেখেছ,
বাধ ভাঙ্গা আবেগ দেখনি ।
আমার হাসির মাঝে শুধু সুখটাই দেখেছ,
আড়ালে থাকা কষ্টটা খোজনি ।
আমার রাগের মাঝে শুধু
অভিমানটাই দেখেছ,
হৃদয় ছোঁয়া ভালোবাসাটা বুঝোনি !
[[Younis you]]
নীল ডায়েরীর কাব্য
নীল ডায়েরীর কাব্য -
একটা কবিতা শুনবে ?
এটাকে কবিতা বলতে পারো ,জীবনের
গল্পও বলতে পারো।
আচ্ছা ,কতদিন পর কথা হলো বলোতো ?
মনে নেই ,তাইনা ?আমি চেয়েছিলাম
কি জানো ?
প্রতি ঘন্টায় ,প্রতি মিনিটে কারণে অকা
সাথে কথা বলবো ।অর্থহীন কথা ।
আমি বলেই যাবো ,তুমি চুপচাপ ওপ্রান্ত
থেকে শুনবে আর
মনে মনে হাসবে "ইস ,কি পাগলীর
পাল্লায় পড়লাম" ভেবে ।সব গল্প
শোনাবো তোমাকে ।
তুলতুলি আজ কার
রুমে ঢুকে লুকিয়ে ছিলো ,রুমের নাম
রাখা নিয়ে আমার রুমমেটরা কত
হাসাহাসি করলো ,সন্ধের
ঝোড়ো হাওয়ায় আমার
জানালা গলে সজনেপাতা এসে পড়লো আমা
বিছানায় ...এমনি সব অর্থহীন কথা ।
শোনার সময় হবে কি তোমার ?
হবে কি আমার সাথে নৌকায় ভাসার
ইচ্ছে ?
তোমার সাথে গল্প
করবো আমি ....কখনো হাঁটতে হাঁটতে ,কখ
পাশে এলোচুলে বসে ,কখনো গন্ধরাজ
গাছটার নিচে দাঁড়িয়ে ।আমি চাই
তুমি আমার কথা শোনো ।
ছোট ছোট ভুলের জন্য আমাকে বকা দাও
তুমি ।কেন রাতে বৃষ্টিতে ভিজেছি ,এই
কারণে বকা দেবে ।আমি গায়েই
মাখবো না ।তোমার সাথে শুরু
করে দেবো মেহগনী ফুলের
গন্ধে সুবাসিত বাতাসের গল্প ।নীল
চাঁদের গল্প ।বলবো ..ভালোবাসি তোমায়
গ্রীষ্মের তপ্ত দুপুরে ,শরতের শান্ত
বিকেলে ,শীতের কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় ।
হেমন্তের
শিশিরভেজা সকালে ভালোবাসি ,বর্ষার
ঝুম বৃষ্টিতে ভালোবাসি । গল্প
শুনতে শুনতে রাত
পেরিয়ে যাবে ।ক্ষণিকের
অপ্রাপ্তিগুলো পরিণত হবে আজীবনের
পাওয়ায় ।অদম্য কামনার ঢেউ
ভেসে যাবে রাতের স্রোতে ।
একটাবার কি তুমি শুনবে এই আমায় ?
চোখের নীরব আকুতিগুলো কি একটু
হাতড়ে দেখবে তুমি ,প্লিজ ?
একটা কবিতা শুনবে ?
এটাকে কবিতা বলতে পারো ,জীবনের
গল্পও বলতে পারো।
আচ্ছা ,কতদিন পর কথা হলো বলোতো ?
মনে নেই ,তাইনা ?আমি চেয়েছিলাম
কি জানো ?
প্রতি ঘন্টায় ,প্রতি মিনিটে কারণে অকা
সাথে কথা বলবো ।অর্থহীন কথা ।
আমি বলেই যাবো ,তুমি চুপচাপ ওপ্রান্ত
থেকে শুনবে আর
মনে মনে হাসবে "ইস ,কি পাগলীর
পাল্লায় পড়লাম" ভেবে ।সব গল্প
শোনাবো তোমাকে ।
তুলতুলি আজ কার
রুমে ঢুকে লুকিয়ে ছিলো ,রুমের নাম
রাখা নিয়ে আমার রুমমেটরা কত
হাসাহাসি করলো ,সন্ধের
ঝোড়ো হাওয়ায় আমার
জানালা গলে সজনেপাতা এসে পড়লো আমা
বিছানায় ...এমনি সব অর্থহীন কথা ।
শোনার সময় হবে কি তোমার ?
হবে কি আমার সাথে নৌকায় ভাসার
ইচ্ছে ?
তোমার সাথে গল্প
করবো আমি ....কখনো হাঁটতে হাঁটতে ,কখ
পাশে এলোচুলে বসে ,কখনো গন্ধরাজ
গাছটার নিচে দাঁড়িয়ে ।আমি চাই
তুমি আমার কথা শোনো ।
ছোট ছোট ভুলের জন্য আমাকে বকা দাও
তুমি ।কেন রাতে বৃষ্টিতে ভিজেছি ,এই
কারণে বকা দেবে ।আমি গায়েই
মাখবো না ।তোমার সাথে শুরু
করে দেবো মেহগনী ফুলের
গন্ধে সুবাসিত বাতাসের গল্প ।নীল
চাঁদের গল্প ।বলবো ..ভালোবাসি তোমায়
গ্রীষ্মের তপ্ত দুপুরে ,শরতের শান্ত
বিকেলে ,শীতের কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় ।
হেমন্তের
শিশিরভেজা সকালে ভালোবাসি ,বর্ষার
ঝুম বৃষ্টিতে ভালোবাসি । গল্প
শুনতে শুনতে রাত
পেরিয়ে যাবে ।ক্ষণিকের
অপ্রাপ্তিগুলো পরিণত হবে আজীবনের
পাওয়ায় ।অদম্য কামনার ঢেউ
ভেসে যাবে রাতের স্রোতে ।
একটাবার কি তুমি শুনবে এই আমায় ?
চোখের নীরব আকুতিগুলো কি একটু
হাতড়ে দেখবে তুমি ,প্লিজ ?
[[Younis you]]
আজ তুমি শব্দ দিয়ে আঁধার রাতে
আজ তুমি শব্দ দিয়ে আঁধার রাতে
আমার নিরবতার ঘুম ভাঙ্গালে,
আজ তোমায় নিয়ে যাব
মেঘেরই আড়ালে।
মেঘদের ছুঁতে পার হাত বাড়ালে
আজ বহুদূরে হেঁটে যাব বলে,
নিয়ে আলো হাতে আমি দাঁড়িয়ে
আজ তুমি রোদে ভেজা ভোরের শিশিরে,
আমার না ঘুমের স্বপন হয়ে
আমার থেমে থাকা সব আঁধার চিরে,
আমার ভেতরে আজো বৃষ্টি ঝরে
তোমার আঁকা জোছনায় কিছু,
স্বপ্ন আছে বাকি জোছনারই গল্প
শেষে পাশে রব আমি।
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজো বৃষ্টি ঝরে।
আমার নিরবতার ঘুম ভাঙ্গালে,
আজ তোমায় নিয়ে যাব
মেঘেরই আড়ালে।
মেঘদের ছুঁতে পার হাত বাড়ালে
আজ বহুদূরে হেঁটে যাব বলে,
নিয়ে আলো হাতে আমি দাঁড়িয়ে
আজ তুমি রোদে ভেজা ভোরের শিশিরে,
আমার না ঘুমের স্বপন হয়ে
আমার থেমে থাকা সব আঁধার চিরে,
আমার ভেতরে আজো বৃষ্টি ঝরে
তোমার আঁকা জোছনায় কিছু,
স্বপ্ন আছে বাকি জোছনারই গল্প
শেষে পাশে রব আমি।
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজো বৃষ্টি ঝরে।
[[Younis you]]
এইতো কাছে বসে দুজন
এইতো কাছে বসে দুজন
তবুও মনে শত ব্যবধান
জানিনা তুমি কোন অভিযোগে
করেছ শত অভিমান
এই চোঁখেতে তুমি চোঁখ রেখ
বুঝে নিও ভালবাসি কত
যত দূরে তুমি যাবে
ফিরে আমাকেই পাবে
নয় আলোতে সেই আধারে
খুজে দেখ সাগর পাড়ে।
এই বৃষ্টি ভেজা দিন
এখন যে মলিন
তোমার ছোয়ায় ছিল
ভাবনা সীমাহীন
কখনো আবেগে যদি
জড়াও এই আমায়
তুমি যেন রেখ আবার
ফিরে পাব সেই দিন।
এই রাতের আধার
শুধু তোমার আমার
এই জোছনা ভরা রাত
শুধু ভালবাসার।
যত দূরে তুমি যাবে
ফিরে আমাকেই পাবে
নয় আলোতে সেই আধারে
খুজে দেখ সাগর পাড়ে।
তবুও মনে শত ব্যবধান
জানিনা তুমি কোন অভিযোগে
করেছ শত অভিমান
এই চোঁখেতে তুমি চোঁখ রেখ
বুঝে নিও ভালবাসি কত
যত দূরে তুমি যাবে
ফিরে আমাকেই পাবে
নয় আলোতে সেই আধারে
খুজে দেখ সাগর পাড়ে।
এই বৃষ্টি ভেজা দিন
এখন যে মলিন
তোমার ছোয়ায় ছিল
ভাবনা সীমাহীন
কখনো আবেগে যদি
জড়াও এই আমায়
তুমি যেন রেখ আবার
ফিরে পাব সেই দিন।
এই রাতের আধার
শুধু তোমার আমার
এই জোছনা ভরা রাত
শুধু ভালবাসার।
যত দূরে তুমি যাবে
ফিরে আমাকেই পাবে
নয় আলোতে সেই আধারে
খুজে দেখ সাগর পাড়ে।
[[Younis you]]
অসম্পূর্ণা কেন তুমি
"অসম্পূর্ণা"
অসম্পূর্ণা কেন তুমি সম্পূর্ণ হলে না
ব্রতের শিকল ছিড়ে কেন বের হলে না ।
দিব্যি তো আছো কষ্টের নেশায় মাতাল অবিরত
কষ্ট পাবে বলেই কি জন্ম হয়েছিল ধরনীতে তোমার ।
ব্যর্থ তুমি ব্যর্থ তোমার জীবন
সাথে ব্যর্থ কষ্টের মায়া শিকল ।
ম্রিয়মাণ স্রোতস্বিনীর মত কর হা হুতাশ
বজ্রের ন্যায় হয় শব্দ শুনে শুধু আমার এজলাস ।
দৃঢ়তার রুঢ় মূর্তি তুমি কোণে থাকো বসে
ঝড়ের বেগে বইছে বাতাস পিশি মনিতে ।
এই বুঝি বাঁধ নামলো বলে দিল এক ডাক
সাথে সাথে অসম্পূর্ণার আঁখি দিল হাঁক ।
জোনাকির রঙ্গে রঙ্গিত প্রকৃতি দেখছে কারোর হাঁক
সেই শোকেতে তারারা দেখা দিবেনা আজ ।
মাটির মত পিপাশু জিনিস আর নাইত কেউ
কি সুন্দর করে খাচ্ছে অম্বুধির লবণাক্ত ঢেউ ।
বহমান ঝর্ণাধারা বয়ে হল সুবিশাল গর্ত
নিউটনের আপেল তত্ত্ব আজ হল অশ্রু তত্ত্ব ।
বীরঙ্গনা নও তুমি , হতে পারবেনা তেরেসা
তোমার মত পারবেনা হতে কেউ জানে রেনেসাঁ ।
কষ্ট করে বাইও না আর সুখকষ্টের নদী
এই নদী তে কেউ নেই আছে শুধু আমি আর তুমি ।
থামাও তোমার রোষানল সাথে নিয়ে কষ্ট
বারবার দেখে তোমায় হই পথভ্রষ্ট ।
পাড়ি দিবে ছোট্ট চাড় সম্বল হল হাত
হাত থাকবে তোমায় ধরে আজিবন চিরকাল ।
অসম্পূর্ণা কেন তুমি সম্পূর্ণ হলে না
ব্রতের শিকল ছিড়ে কেন বের হলে না ।
দিব্যি তো আছো কষ্টের নেশায় মাতাল অবিরত
কষ্ট পাবে বলেই কি জন্ম হয়েছিল ধরনীতে তোমার ।
ব্যর্থ তুমি ব্যর্থ তোমার জীবন
সাথে ব্যর্থ কষ্টের মায়া শিকল ।
ম্রিয়মাণ স্রোতস্বিনীর মত কর হা হুতাশ
বজ্রের ন্যায় হয় শব্দ শুনে শুধু আমার এজলাস ।
দৃঢ়তার রুঢ় মূর্তি তুমি কোণে থাকো বসে
ঝড়ের বেগে বইছে বাতাস পিশি মনিতে ।
এই বুঝি বাঁধ নামলো বলে দিল এক ডাক
সাথে সাথে অসম্পূর্ণার আঁখি দিল হাঁক ।
জোনাকির রঙ্গে রঙ্গিত প্রকৃতি দেখছে কারোর হাঁক
সেই শোকেতে তারারা দেখা দিবেনা আজ ।
মাটির মত পিপাশু জিনিস আর নাইত কেউ
কি সুন্দর করে খাচ্ছে অম্বুধির লবণাক্ত ঢেউ ।
বহমান ঝর্ণাধারা বয়ে হল সুবিশাল গর্ত
নিউটনের আপেল তত্ত্ব আজ হল অশ্রু তত্ত্ব ।
বীরঙ্গনা নও তুমি , হতে পারবেনা তেরেসা
তোমার মত পারবেনা হতে কেউ জানে রেনেসাঁ ।
কষ্ট করে বাইও না আর সুখকষ্টের নদী
এই নদী তে কেউ নেই আছে শুধু আমি আর তুমি ।
থামাও তোমার রোষানল সাথে নিয়ে কষ্ট
বারবার দেখে তোমায় হই পথভ্রষ্ট ।
পাড়ি দিবে ছোট্ট চাড় সম্বল হল হাত
হাত থাকবে তোমায় ধরে আজিবন চিরকাল ।
[[Younis you]]
বরষার প্রথম দিনে
বরষার প্রথম দিনে
___ হুমায়ূন আহমেদ
বরষার প্রথম দিনে
ঘন কালো মেঘ দেখে,
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়,
সেদিন তাহার সাথে কর পরিচয়,
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।।
জীবনের সব ভুল,
যদি ফুল হয়ে যায়।।
যদি কোন দিন আসে জোছনার আঁচলে ঢাকা, মধুর সময়।
তখন কাছে এসো,
তাহাকে ভালোবেসো,
সেদিন তাহার সাথে কর পরিচয়,
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।
জীবনের সব কালো,
যদি আলো হয়ে যায়।
দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়।
তখন কাছে এসো,
তাহাকে ভালোবেসো,
ছায়াময়ী কারো সাথে করো পরিচয়।
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।
___ হুমায়ূন আহমেদ
বরষার প্রথম দিনে
ঘন কালো মেঘ দেখে,
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়,
সেদিন তাহার সাথে কর পরিচয়,
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।।
জীবনের সব ভুল,
যদি ফুল হয়ে যায়।।
যদি কোন দিন আসে জোছনার আঁচলে ঢাকা, মধুর সময়।
তখন কাছে এসো,
তাহাকে ভালোবেসো,
সেদিন তাহার সাথে কর পরিচয়,
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।
জীবনের সব কালো,
যদি আলো হয়ে যায়।
দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়।
তখন কাছে এসো,
তাহাকে ভালোবেসো,
ছায়াময়ী কারো সাথে করো পরিচয়।
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।
[[Younis you]]
লজ্জা – সোনার তরী
~লজ্জা – সোনার তরী
~রবীন্দ্রনাথ ঠাকুর
আমার হৃদয় প্রাণ
সকলই করেছি দান ,
কেবল শরমখানি রেখেছি ।
চাহিয়া নিজের পানে
নিশিদিন সাবধানে
সযতনে আপনারে ঢেকেছি ।
হে বঁধু , এ স্বচ্ছ বাস
করে মোরে পরিহাস ,
সতত রাখিতে নারি ধরিয়া —
চাহিয়া আঁখির কোণে
তুমি হাস মনে মনে ,
আমি তাই লাজে যাই মরিয়া ।
দক্ষিণপবনভরে
অঞ্চল উড়িয়া পড়ে
কখন্ যে নাহি পারি লখিতে ।
পুলকব্যাকুল হিয়া
অঙ্গে উঠে বিকশিয়া ,
আবার চেতনা হয় চকিতে ।
বদ্ধ গৃহে করি বাস
রুদ্ধ যবে হয় শ্বাস
আধেক বসনবন্ধ খুলিয়া
বসি গিয়া বাতায়নে ,
সুখসন্ধ্যাসমীরণে
ক্ষণতরে আপনারে ভুলিয়া ।
পূর্ণচন্দ্রকররাশি
মূর্ছাতুর পড়ে আসি
এই নবযৌবনের মুকুলে ,
অঙ্গ মোর ভালোবেসে
ঢেকে দেয় মৃদু হেসে
আপনার লাবণ্যের দুকূলে —
মুখে বক্ষে কেশপাশে
ফিরে বায়ু খেলা-আশে ,
কুসুমের গন্ধ ভাসে গগনে —
হেনকালে তুমি এলে
মনে হয় স্বপ্ন ব ‘ লে ,
কিছু আর নাহি থাকে স্মরণে ।
থাক্ বঁধু , দাও ছেড়ে ,
ওটুকু নিয়ো না কেড়ে ,
এ শরম দাও মোরে রাখিতে —
সকলের অবশেষ
এইটুকু লাজলেশ
আপনারে আধখানি ঢাকিতে ।
ছলছল-দু ‘ নয়ান
করিয়ো না অভিমান ,
আমিও যে কত নিশি কেঁদেছি ;
বুঝাতে পারি নে যেন
সব দিয়ে তবু কেন
সবটুকু লাজ দিয়ে বেঁধেছি —
কেন যে তোমার কাছে
একটু গোপন আছে ,
একটু রয়েছি মুখ হেলায়ে ।
এ নহে গো অবিশ্বাস —
নহে সখা , পরিহাস ,
নহে নহে ছলনার খেলা এ ।
বসন্তনিশীথে বঁধু ,
লহ গন্ধ , লহ মধু ,
সোহাগে মুখের পানে তাকিয়ো ।
দিয়ো দোল আশে-পাশে ,
কোয়ো কথা মৃদু ভাষে —
শুধু এর বৃন্তটুকু রাখিয়ো ।
সেটুকুতে ভর করি
এমন মাধুরী ধরি
তোমাপানে আছি আমি ফুটিয়া ,
এমন মোহনভঙ্গে
আমার সকল অঙ্গে
নবীন লাবণ্য যায় লুটিয়া —
এমন সকল বেলা
পবনে চঞ্চল খেলা ,
বসন্তকুসুম-মেলা দুধারি ।
শুন বঁধু , শুন তবে ,
সকলই তোমার হবে ,
কেবল শরম থাক্ আমারি ।
~রবীন্দ্রনাথ ঠাকুর
আমার হৃদয় প্রাণ
সকলই করেছি দান ,
কেবল শরমখানি রেখেছি ।
চাহিয়া নিজের পানে
নিশিদিন সাবধানে
সযতনে আপনারে ঢেকেছি ।
হে বঁধু , এ স্বচ্ছ বাস
করে মোরে পরিহাস ,
সতত রাখিতে নারি ধরিয়া —
চাহিয়া আঁখির কোণে
তুমি হাস মনে মনে ,
আমি তাই লাজে যাই মরিয়া ।
দক্ষিণপবনভরে
অঞ্চল উড়িয়া পড়ে
কখন্ যে নাহি পারি লখিতে ।
পুলকব্যাকুল হিয়া
অঙ্গে উঠে বিকশিয়া ,
আবার চেতনা হয় চকিতে ।
বদ্ধ গৃহে করি বাস
রুদ্ধ যবে হয় শ্বাস
আধেক বসনবন্ধ খুলিয়া
বসি গিয়া বাতায়নে ,
সুখসন্ধ্যাসমীরণে
ক্ষণতরে আপনারে ভুলিয়া ।
পূর্ণচন্দ্রকররাশি
মূর্ছাতুর পড়ে আসি
এই নবযৌবনের মুকুলে ,
অঙ্গ মোর ভালোবেসে
ঢেকে দেয় মৃদু হেসে
আপনার লাবণ্যের দুকূলে —
মুখে বক্ষে কেশপাশে
ফিরে বায়ু খেলা-আশে ,
কুসুমের গন্ধ ভাসে গগনে —
হেনকালে তুমি এলে
মনে হয় স্বপ্ন ব ‘ লে ,
কিছু আর নাহি থাকে স্মরণে ।
থাক্ বঁধু , দাও ছেড়ে ,
ওটুকু নিয়ো না কেড়ে ,
এ শরম দাও মোরে রাখিতে —
সকলের অবশেষ
এইটুকু লাজলেশ
আপনারে আধখানি ঢাকিতে ।
ছলছল-দু ‘ নয়ান
করিয়ো না অভিমান ,
আমিও যে কত নিশি কেঁদেছি ;
বুঝাতে পারি নে যেন
সব দিয়ে তবু কেন
সবটুকু লাজ দিয়ে বেঁধেছি —
কেন যে তোমার কাছে
একটু গোপন আছে ,
একটু রয়েছি মুখ হেলায়ে ।
এ নহে গো অবিশ্বাস —
নহে সখা , পরিহাস ,
নহে নহে ছলনার খেলা এ ।
বসন্তনিশীথে বঁধু ,
লহ গন্ধ , লহ মধু ,
সোহাগে মুখের পানে তাকিয়ো ।
দিয়ো দোল আশে-পাশে ,
কোয়ো কথা মৃদু ভাষে —
শুধু এর বৃন্তটুকু রাখিয়ো ।
সেটুকুতে ভর করি
এমন মাধুরী ধরি
তোমাপানে আছি আমি ফুটিয়া ,
এমন মোহনভঙ্গে
আমার সকল অঙ্গে
নবীন লাবণ্য যায় লুটিয়া —
এমন সকল বেলা
পবনে চঞ্চল খেলা ,
বসন্তকুসুম-মেলা দুধারি ।
শুন বঁধু , শুন তবে ,
সকলই তোমার হবে ,
কেবল শরম থাক্ আমারি ।
[[Younis you]]
পৃথিবীর কাছে আর কোন দাবি নাই
পৃথিবীর কাছে আর কোন দাবি নাই,
মুছে হ্রদয়ের আকা যতো ছবি।
আমার চলার পথ থাক না ঢাকা,
সাথর্পর এ পৃথিবীর সনকীর্ণ বুকে আজ আমি একা, বড় একা।
নেই আমার আর কোনো সপ্ন আশা, সবকিছু ঢেকেছে আজ শুধুই হতাশা।
কালো কেশের দু' অঞ্চলের মধ্যে নাকে নলকসহ তোমার সুন্দর রুপ দেখার একটা দারুণ বাসনা আমার।
সাহজ করছি এই বলে,,যেহেতু
পৃথিবী গোল তাই একদিন না
একদিন অবশ্যই তোমার দেখা পাবো।
মুছে হ্রদয়ের আকা যতো ছবি।
আমার চলার পথ থাক না ঢাকা,
সাথর্পর এ পৃথিবীর সনকীর্ণ বুকে আজ আমি একা, বড় একা।
নেই আমার আর কোনো সপ্ন আশা, সবকিছু ঢেকেছে আজ শুধুই হতাশা।
কালো কেশের দু' অঞ্চলের মধ্যে নাকে নলকসহ তোমার সুন্দর রুপ দেখার একটা দারুণ বাসনা আমার।
সাহজ করছি এই বলে,,যেহেতু
পৃথিবী গোল তাই একদিন না
একদিন অবশ্যই তোমার দেখা পাবো।
[[Younis you]]
জীবনটা খুব ছোট
জীবনটা খুব ছোট, ক্ষণস্থায়ী জীবনের বাঁকে বাঁকে অনেক বাধা-বিপত্তি আসে, সেগুলো অতিক্রম করে সামনে চলতে হয়। হয়তো তোমার আমার পথ এক ছিলনা, হয়তো কিছুটা দেরীতে হলে ও আমরা বুঝতে পেরেছি, কারণ একজন দিন, আরেকজন রাত। তবুও তুমি আমায় অনেক হাসানোর চেষ্টা করেছো, সাপোর্ট করেছো মানসিকভাবে যখন আমার খারাপ দিন চলছিল। হয়তো তুমি যেমনটা চেয়েছিলে হতে পারিনি তেমনটা, তবে তোমার কথাটা আমার মনে থাকবে। আমি পরিবর্তন হবই, যেমনটি হলে একটি সুস্থ সুন্দর জীবন যাপন করা যায়। তোমার কাছে আমার অনুরোধ, তুমি তোমার নিজের খেয়াল রাখবে,ভালো করে পড়াশুনা করো এবং চাকরির জন্য নিজেকে প্রস্তুত করো। মন খারাপ করোনা ,এতে কষ্ট বৈ কিছু পাবেনা। যদি পথ চলার পথে কোন প্রান্তরে দেখা হয়ে যায় আচমকা, যদি কথা নাও বলো, কিন্তু এইটুকু জিজ্ঞেস করিও কেমন আছো তুমি?ভালো থেকো
[[Younis you]]
ভালোবাসার মানুষটাঁকে
ভালোবাসার মানুষটাঁকে নাকি না দেখে থাকা যায় না?
মানুষ টাঁকে নাকি ভুলে থাকা যায় না?
সত্যি কি তাই? ভুল,দেখবেন এক সময় ছিল আপনি
অনেক অপেক্ষা করতেন আপনার সেই প্রিয় মানুষটির জন্য,
কিন্তু সে অপেক্ষাটা যে কত টা কষ্টের ছিল কোন দিন সে বুঝে নি,
সামনে আসলে ওঁর ভালো থাকা দেখে ভালো লাগতো, কিন্তু যখন
অপেক্ষার সময় টা দিন দিন বাড়তে থাকল, যখন অপেক্ষার পর ও সে ফিরে আসলো না তখন খুব কষ্ট পাবেন হয়ত একা একা কেঁদে মনটা কে হাল্কা করতে চাইবেন, একদিন দুদিন এভাবে অপেক্ষা কষ্ট আর কান্না যখন ফুরিয়ে যাবে দেখবেন তখন আপনার সব কিছু এমনিতেই হাল্কা হয়ে যাবে,মুছে যাবে সেই ভালোবাসা,লাগবে না আর বুকে পাথরচাপা কষ্ট, করবে না আর আমার মন কারো সাথে অভিমান,যা করবে সেটা হচ্ছে অনেক দূরে হারিয়ে যাওয়া,
কারন আমার হারিয়ে যাওয়াতে কারো মুক্তি,কারো সুখ,আর আমার অনুভুতির মৃত্যু,ভাললাগা আর ভালোবাসার সমাধি, এই টুকু বলব কারো ভালোবাসার মানুষকে কেউ অপেক্ষায় রেখে অন্য কারো জীবনে জড়িয়ে তার অনুভুতির কবর দিবেন না,এই কষ্ট অনেক বেশী,হৃদয়ে আঘাত করে খুব। নষ্ট করে বিশ্বাসের মত অতি মূল্যবান মনুষ্যত্ব,কারন সে আমায় আমার অতিরিক্ত ভাললাগাকে ঘৃণার বিষ ঢেলে দিয়ে গেছে,দিয়ে গেছে বিশ্বাসের ঘর টা গুঁড়িয়ে। ভালো থাকুন এই কামনা সব ভালোবাসা বাসি মানুষ গুলোর জন্য।
মানুষ টাঁকে নাকি ভুলে থাকা যায় না?
সত্যি কি তাই? ভুল,দেখবেন এক সময় ছিল আপনি
অনেক অপেক্ষা করতেন আপনার সেই প্রিয় মানুষটির জন্য,
কিন্তু সে অপেক্ষাটা যে কত টা কষ্টের ছিল কোন দিন সে বুঝে নি,
সামনে আসলে ওঁর ভালো থাকা দেখে ভালো লাগতো, কিন্তু যখন
অপেক্ষার সময় টা দিন দিন বাড়তে থাকল, যখন অপেক্ষার পর ও সে ফিরে আসলো না তখন খুব কষ্ট পাবেন হয়ত একা একা কেঁদে মনটা কে হাল্কা করতে চাইবেন, একদিন দুদিন এভাবে অপেক্ষা কষ্ট আর কান্না যখন ফুরিয়ে যাবে দেখবেন তখন আপনার সব কিছু এমনিতেই হাল্কা হয়ে যাবে,মুছে যাবে সেই ভালোবাসা,লাগবে না আর বুকে পাথরচাপা কষ্ট, করবে না আর আমার মন কারো সাথে অভিমান,যা করবে সেটা হচ্ছে অনেক দূরে হারিয়ে যাওয়া,
কারন আমার হারিয়ে যাওয়াতে কারো মুক্তি,কারো সুখ,আর আমার অনুভুতির মৃত্যু,ভাললাগা আর ভালোবাসার সমাধি, এই টুকু বলব কারো ভালোবাসার মানুষকে কেউ অপেক্ষায় রেখে অন্য কারো জীবনে জড়িয়ে তার অনুভুতির কবর দিবেন না,এই কষ্ট অনেক বেশী,হৃদয়ে আঘাত করে খুব। নষ্ট করে বিশ্বাসের মত অতি মূল্যবান মনুষ্যত্ব,কারন সে আমায় আমার অতিরিক্ত ভাললাগাকে ঘৃণার বিষ ঢেলে দিয়ে গেছে,দিয়ে গেছে বিশ্বাসের ঘর টা গুঁড়িয়ে। ভালো থাকুন এই কামনা সব ভালোবাসা বাসি মানুষ গুলোর জন্য।
[[Younis you]]
Subscribe to:
Posts (Atom)