Wednesday, 10 July 2013

তুমি কি জানো অনুভূতিহীন


তুমি কি জানো অনুভূতিহীন 
জীবন কতোটা ভয়ংকর কষ্টের, 
তুমি কি বোঝো ?
নির্লিপ্ত চোখের আর্তনাদ। 
কতোটা গভীর বেদনাদায়ক
তুমি কি টের পাও?
একাকীত্বের শীতলস্পর্শ
কতোটা ভয়াবহ যন্ত্রণার।


[[Younis you]]

ঝড়ো বাতাসের মত ছুঁয়ে যাও


ঝড়ো বাতাসের মত ছুঁয়ে যাও
কানে কানে কত কথা বলে যাও
এক হাসিতে স্বর্গ দেখাও
সব কষ্ট তুমি ভুলিয়ে দাও
মুখে না বলে চোখে বলে দাও
আমার সব কথা বুঝে নাও
মুগ্ধ এ মন ভাবে সারাক্ষণ
তুমি কতটা অসাধারণ।


[[Younis you]]

ঐ বৃষ্টি ঝরা নদীর জলে


ঐ বৃষ্টি ঝরা নদীর জলে
ভাসিয়ে দিলাম আমার 
ভালবাসার লাল গোলাপ
ঝরা পাপড়ি তুলে নাও,
বন্ধু তুলে নাও।


[[Younis you]]

জীবন তুমি বড় স্বার্থপর,


জীবন তুমি বড় স্বার্থপর,
হঠাৎ হাঁসাও হঠাৎ কাঁদাও,
হঠাৎ সপ্ন দেখাও আবার হঠাৎ
সব এলোমেলো করে দাও
জীবন এত নিষ্ঠুর কেনো তুমি।


[Younis you]]

জীবন মানেই সুখের স্মৃতি


জীবন মানেই সুখের স্মৃতি বয়ে বেড়ানো।
বেঁচে থাকা মানেই দুঃখের সাথে সহবাস করা।
অবিমিশ্র সুখ মানুষের ভাগ্যে কখনই লেখা হয় না।
সুখ বাঁচিয়ে রাখতে সবচেয়ে বেশি অস্বস্তি অনুভব করে মানুষ।
যে কোনো ছলছুতোয় সে দুঃখকে ডেকে নিয়ে আসে। 
সুখের চেয়ে দুঃখের সাথে বাস করতে মানুষ বড় আরাম বোধ করে। 


[[Younis you]]

আমি তোমাকে ভালবাসি


আমি তোমাকে ভালবাসি
তবে আমি ভালবাসা প্রকাশ করতে পারিনা,
আমি রোজ রোজ তোমার সাথে কথা বলতে পারিনা, 
আমি সারা দিনে কখনও একবার ও তোমার খোঁজ নিতে পারিনা, 
আবার হাত কেটে ফেসবুকে ফটো তুলে দিতে পারিনা, 
কখনও কখনও সারাদিনে একবারো ভালবাসি বলিনা,
তবে তোমার কি মনে হয়?
আমি ভালবাসতে পারিনা?
হয়ত তুমি যেমন চাও তেমন করে ভালবাসতে পারিনা
তবে অকারনে তোমার সাথে ঝগড়া করতে পারি,
আমার দোষ গুলো তোমার উপর চাপিয়ে
অকারনে তোমার কানের কাছে চেঁচীয়ে রাগাতে পারি,
অনেক রাগ হয়ে গেলে রাগ ভাঙ্গাতে পারি,
যদি না মানো তাহলে আমিও ও মিছি মিছি অভিমান করতে পারি,
এই আমি এবং আমার ভালোবাসা এমনি


[[Younis you]]

যদি মন খারাপ হয়ে যায়


যদি মন খারাপ হয়ে যায় অকারনেই ,
হঠাৎ যদি ছুয়ে যায় খেয়ালি বাতাস,
তবে জেনো চুপি চুপি সে বলছে আমার কথাই।
যদি কারও দেওয়া কষ্ট তোমাকে খুব কাদায়-
তবে জেনো ভালবাসার স্পর্শছায়ায়
পাশেই আছি তোমার সব সময়।
যদি কখনো নিজেকে খুব একাকী মনে হয়
ঐ নীল জোছনার মত,
তাহলে দেখবে ভালবাসা নিয়ে দাঁড়িয়ে আছি
আমি তোমার পথে ।


[[Younis rahman]]